157. জানতে চাই প্রশ্নোত্তর সেশন ১৫৭ ।। Prof. Dr. Mohammad Monzur-E-Elahi
প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
অফিসিয়াল ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@DrMohammadMonzurEElahi
অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/
অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial
অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi
গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu
হোয়াটসঅ্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029Vafrb5Q6rsQkw6IVV510
অর্গানাইজেশনসমূহ :
ইমাম বুখারী ট্রাস্ট : https://www.facebook.com/imambukharitrustbd
তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/
কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran
তাইবাহ পাবলিসার্স : https://www.facebook.com/taibahpublishers
0:00, Intro
00:10, Introduction
1:44, শাইখ, আমি একজন মেয়ে, বয়স ২২ বছর। সহশিক্ষা ছেড়েছি গত ১ বছর ধরে। কিন্তু সব জায়গা থেকে শুধু একটা কথাই শুনতে হচ্ছে, আমি অনেক ভুল করেছি, কেন পড়াশুনা ছাড়লাম, কন্টিনিউ করা উচিত ছিল ইত্যাদি। আমি অনেক বড়ো ভুল করেছি। এই মুহূর্তে আমি হতাশায় ভুগছি। আমার কি আবার পড়াশোনা শুরু করা উচিত? বিয়ের প্রস্তাব আসলে তারাও আমার না পড়ার বিষয়টি অন্য ভাবে দেখে এবং অনেকে পড়াশোনা কন্টিনিউ করতে বলে।
10:11, শাইখ, এক বোনের প্রশ্ন : শাইখ, আমি ছোটোবেলা থেকেই ইসলাম মানার চেষ্টা করেছি। ২০২১ সালে, ১৬ বছর বয়সে একজন ছেলেকে পছন্দ হয়ে যায়। কখনো যিনার মতো গুনাহ করিনি। শুধু মাঝে মধ্যে ছবি দেখতাম। ২০২৩ সাল থেকে কিছু প্রয়োজনে কথা হতো। এরপর কিছু ফালতু আচরণ ও আবেগের বহিঃপ্রকাশও হয়, তবে সীমা লঙ্ঘন করিনি, আল-হামদু লিল্লাহ। এখন ২০২৫ সাল, ১৯ বছর বয়সে তাকে বিয়ের প্রস্তাব দিলে সে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। এতে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। এখন আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই, আগের মতো দীন মেনে চলতে চাই, তাওবা করে নতুনভাবে শুরু করতে চাই। কিন্তু শাইখ, অতীতের পাপ বারবার মনে পড়ে এবং যখনই আমি কঠোর ইবাদতে মনোযোগ দিতে চাই, তখনই মনে হয়—“কেন আগে এসব করলাম?” এই ভাবনাগুলো আমাকে কষ্ট দেয়। অতীতের পাপের জন্য কী বলে আমি নিজেকে সান্তনা দেব? এক্ষেত্রে আমার করণীয় কী?
14:17, যদি কোনো মুসলিম আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ-এর আকীদা মেনে চলেন এবং ইসলামের ফরয ইবাদতগুলো পালন করেন, কিন্তু তিনি যদি শিয়াদেরকে মুসলিম মনে করেন, তাহলে কি এমনটা ভাবার কারণে এই ব্যক্তিটি কি ইসলাম-এর মধ্যে এখনো আছে না কি ইসলাম থেকে খারিজ হয়ে হয়ে গেছে?
29:06, বাসা বাড়িতে জিন সাপ চেনার উপায় কি? সেক্ষেত্রে করণীয় কী?
32:23, সম্মানিত শাইখ। আমি একটি হাদীসের ব্যাখ্যা জানতে চাই যা সহীহ বুখারীর ২৩৯ নং এবং সহীহ মুসলিমের ২৮৩ নং হাদীসে উল্লেখ রয়েছে। সারকথা এরকম যে, রাসুলুল্লাহ সালল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ যেন স্থির পানিতে পস্রাব না করে এবং জানাবাতের গোসল না করে।” এখানে জানতে চাই আমাদের বাড়ির পুকুরে যদি জানাবাতের গোসল করি, তাহলে কি তা হারামের আওতাভুক্ত না অন্য কিছু। অর্থাৎ আমি উক্ত হাদীসের ব্যাখ্যা জানতে চাচ্ছি।
35:38, শাইখ, যদি নামাযে মনোযোগ বৃদ্ধির কিছু উপায় বলতেন। জাযাকাল্লাহ খাইর
37:49, শাইখ, কন্যা সন্তানের জন্মের পর মাথা মুণ্ডনে কোনো নিষেধাজ্ঞা আছে কি, সহীহ হাদীসে?
42:17, মাইক দিয়ে সালাম দিলে সেই সালামের জবাব দিতে হবে কি?
42:53, আপনার লাইভ পর্বটির অডিও ডাউনলোড করে শুনলে কোনো নিষেধাজ্ঞার মধ্যে পড়বে কি? (অডিও ডাউনলোড লিংক ইউটিউবের ডেস্ক্রিপশনে আছে)
43:23, মুসনাদ আহমাদের একটি হাদীসে বলা হয়েছে, “যে জাতির মধ্যে সুদ প্রসারিত হয়, তারা অবশ্যই দুর্ভিক্ষে নিপতিত হয়।” কিন্তু আমরা দেখি পশ্চিমা উন্নত অমুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে সুদভিত্তিক অর্থনীতি থাকার পরেও দুর্ভিক্ষ হয় না। অনেক মুসলিম দেশেও সুদ প্রচলিত আছে, কিন্তু দুর্ভিক্ষ হতে দেখা যায় না। এই হাদীসটি কি সহীহ? যদি সহীহ হয় তবে এর ব্যাখ্যা কী?
47:09, আমার শ্বশুরের ৯ ছেলে। বেঁচে থাকাবস্থায় সাত ছেলেকে প্রয়োজন অনুযায়ী সব কিছু দিয়ে বিয়ে করান। মারা যাওয়ার আগে সব সম্পত্তি আমার শাশুড়ির নামে লিখে দেন। পরে আমার শাশুড়ি অবিবাহিত তিন ছেলেকে ওই সম্পদ থেকে বিয়ের খরচ বাবদ কিছু জমি দান করে দেন। এখন এই সম্পদ তিন ছেলে ভোগ করা জায়েজ হবে কি?
49:57, Live Question from Comment section
1,05,53: Conclusion